ফেনীর জনপ্রিয় এক পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হুমকি ও ফেনী সরকারি কলেজ গেইটে অস্থায়ী ভ্রাম্যমান দোকান থেকে চাঁদাবাজির ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। সোমবার (২৮ এপ্রিল) রাতে সংগঠনটির জেলা দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী সরকারী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জনাব জিল্লুর রহমান এর বিরুদ্ধে চাঁদাবাজি ও সংবাদকর্মীকে হুমকি প্রদানের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হল। কমিটির সদস্যগণ হলো- জেল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী রিয়াদ।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওই তদন্ত কমিটি তাদের তদন্ত রিপোর্ট ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এর নিকট প্রদান করতে নির্দেশনা দেয়া হয়েছে।
সাননিউজ/ইউকে