লক্ষ্মীপুরে পৌর জনকল্যাণ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক জনাব মো: আরিফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার বিচার এবং সন্ত্রাসীদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার ( ২৭ এপ্রিল ) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন লক্ষ্মীপুর পৌর জনকল্যাণ একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, আরিফ স্যার একজন নির্ভেজাল এবং ভদ্র মানুষ। তার সাথে কারো কোনো ঝামেলা নেই। কিন্তু গত ২২ এপ্রিল তার এলাকার রুহুল আমীন এবং মিরনসহ ভাড়া করা ১৫/২০ জন সন্ত্রাসী পূর্বের কথা-কাটাকাটির জের ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্যার এবং তার পরিবারের উপর হামলা চালায় এবং গুরতরভাবে আহত করে এবং উল্টো স্যারসহ তার পরিবারের নামে মিথ্যা মামলা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে অপরাধীদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। যেনো স্যার নিরাপদে এবং সুস্থভাবে স্কুলে এসে আমাদের পাঠদান করতে পারেন।
জানা যায়, অভিযুক্ত রুহুল আমীন ও মিরন ঐ এলাকার বাসিন্দা এবং গত ২২ এপ্রিল পৌর শহরের ৩নং ওয়ার্ড নূর মিয়া মিস্ত্রি বাড়ির সামনে এ সন্ত্রাসী হামলা হয়। ।
সাননিউজ/ইউকে