নিজস্ব প্রতিনিধি, সিলেট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে। এটি বন্ধ করতে আবারও প্রশাসনকে কঠোর নির্দেশ দিবো।
মন্ত্রী বুধবার (৭ অক্টোবর) সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেছেন।
এর আগে বিকাল ৩টার দিকে তিনি নগরীর মানিক পীর টিলায় বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত ও কামরানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কামরানের ছেলে ডাক্তার আরমান আহমদ শিপলুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সান নিউজ/এক/এস