সরকার দেশের কোন মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা বন্ধের সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তিনি বলেন, যদি মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হয় তাহলে সিদ্ধান্ত নিতে হতে পারে।
শনিবার (১২ এপ্রিল) সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
তিনি এও বলেন, দেশের ৩৭ মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরাতন ৮টি ও নবীণ নীলফামারীসহ ৬টি মেডিকেল কলেজ ভিন্ন ভিন্নভাবে ভারাক্রন্ত। তবে নবীন ৬টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারীর মেডিকেল কলেজটির অবস্থা অনেক ভাল বলে জানান স্বাস্থ্যের মহাপরিচালক। এই কলেজ গুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছেন।
এর আগে সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। মতবিনিময় সভায় নীলফামারী সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ সার্বিক সমস্যা মহাপরিচালকের কাছে তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসে চারটি গাছের চারা রোপন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এসময় সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
সাননিউজ/ইউকে