স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শনে আসা উপলক্ষে লালগালিচা বসানো হয়। তৈরি করা করা হয় গার্ড-অব-অনার মঞ্চের। থানা চত্বরে ঢুকে গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে এমন আয়োজন দেখে তিনি ক্ষেপে যান। সালামি (গার্ড-অব-অনার) গ্রহণ না করে এসএমপি কমিশনারের ওপর ক্ষোভ ঝেড়ে থানার ভেতরে চলে যান তিনি।
এ সময় তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বলেন, আমিতো লাল কার্পেট বিছাতে না করেছিলাম। যা না করি সেটাই করো। কাজের কাজ কিছু করো না, শুধু প্রটোকল নিয়ে ব্যস্ত থাকলে কাজ করবে কখন?
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। উদ্ধার না হওয়া পর্যন্ত নিরাপত্তা হুমকিতো থাকবেই। কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের মব সহ্য করা হবে না।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এসএমপির এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান।
এ সময় উপদেষ্টার সঙ্গে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। থানা পরিদর্শন শেষে তিনি সুনামগঞ্জের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।