জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সুরমা ব্রিজ পয়েন্টে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন।
রোববার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: স্বাস্থ্যের সেই মালেকের কারাদণ্ড
নিহতরা হলো, ছাতকের কালারুকা ইউনিয়নের খরছখালী গ্রামের হুমায়ুন আহমদ ও শাহিন। আহত হুসাইন আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ইফতারের আগে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যাওয়ার সময় পাগল হাসান চত্বরে একটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন আহমদ ও শাহিন নিহত হন। এবং স্থানীয়রা হুসাইনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিলেন। এ সময় ট্রাক সিএনজিচালিত অটোরিকশার রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এতে ১জন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে আমরা আটক করেছি।
সান নিউজ/এমএইচ