জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় ঘোড়া জবাই ও এর মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম।
আরও পড়ুন: ভয়াবহ আগুনে ভস্মীভূত ৪৪টি দোকান
সাম্প্রতি গাজীপুরে কেজি দরে ঘোড়ার মাংস বিক্রি একটি খবর প্রকাশের পরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ নিষেধাজ্ঞা জারি করে সংস্থাটি।
এদিকে, ঘোড়া জবাই করে মাংস বিক্রিকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনা চলছিলো। তবে এই মাংস খাওয়া হালাল না হারাম তা নিয়ে চলছে নানা সমালোচনা। তবে জেলার কিছু অসাধু লোক ঘোড়ার মাংস কমদামে কিনে তা গরুর মাংসের সাথে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ উঠে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর জেলায় চলতি বছরের শুরুতে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এরপর প্রতি সপ্তাহে (৬-৭টি) ঘোড়া জবাই করা হয়। এতে ঘোড়া বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় নড়েচড়ে উঠে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
সান নিউজ/এমএইচ