জেলা প্রতিনিধি: যশোর জেলায় সাদী আহমেদ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: গণধর্ষণের শিকার তরুণী, আটক ৪
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের রেলগেট পঙ্গু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার প্রস্তুতি চলাকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই রাকিব বলেন, রাতে শহর থেকে বাড়ি ফিরছিলেন সাদী। পথিমধ্যে পঙ্গু হাসপাতালের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ট্যাটু সুমনসহ দুই-তিনজন তাকে ছয়-সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাকিরুল ইসলাম জানিয়েছেন, সাদীর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনরা ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, রেলরোডে সাদি নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।
সান নিউজ/এএন