খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙায় তিন ইটভাটায় অভিযান চালিয়ে মোবাইল কোট পরিচালনা করেন মাটিরাঙা উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কা, নিহত ৩
বৃহস্পতিবার (১৩ মার্চ ) দুপুরের দিকে মাটিরাঙার তিন ইটভাটা (A77 ইউনিট 1 - A77 ইউনিট 3 ) সহ M D S ইটভাটায় অভিযান চালানো হয়। এ -77 ইউনিট (1) ইটভাটায় ১৫ঘনফুট জ্বালানী কাঠ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও এ-77 ইউনিট (3) সহ এমডিএস - ভাটাকে ইট প্রস্তুত ও ইটভাটা স্হাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর চার ধারা মোতাবেক মোবাইলকোটের মাধ্যমে ভেঙে দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মন্জুর আলম।
A- 77 (1 - 3) ইউনিটের এ দুটো ভাটা বন্ধ থাকলেও এমডিএসের কার্যক্রম চলছিলো,পরে চুল্লির আগুন নেভানোসহ চিমনি ভেঙে ফেলে এর কার্যক্রম বন্ধ করা হয়।
মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মন্জুর আলম জানান,মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এসব ইটভাটায় অভিযান চালিয়ে মোবাইল কোট পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/এএন