জেলা প্রতিনিধি: নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের সোমবার (১০ মার্চ ) ভোরে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত। এ সময় মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৬
পাঁচ দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন—হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।
মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি চারজনকে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে তিনি মামলার অপর তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বর্তমান শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
সান নিউজ/এমএইচ