জেলা প্রতিনিধি: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে মোহাম্মদ রফিক (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
আরও পড়ুন: ৯ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক উখিয়ার ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, দুপক্ষের গোলাগুলিতে মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৯-এর একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এএন