জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টায় উপজেলার ধলা স্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে প্রবর্তনায় পেট্রোল বোমা হামলা
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি উপজেলার ধলা স্টেশন পার হওয়ার সাথে সাথে ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এইড ঘটনার ফলে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় রেলওয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেলে রেলওয়ের কর্মীসহ স্থানীয়রা এসে ইঞ্জিনে পানি ঢাললে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়।
ওসি বলেন, সকাল সাড়ে ১০টায় একটি বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। এ সময় ঐ ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সান নিউজ/এমএইচ