জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ২ দিন পর মো. নয়ন (২০) নামের ১ পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জ লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকা
নিহত পোশাকশ্রমিক, জামালপুর সদর উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের পরিবারের লোকজন জানায়, বুধবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন আত্মীয়রা।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, শুক্রবার সকাল সিদ্ধিরগঞ্জ লেকে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানিয়েছে, নিহত নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
তিনি বলেন, এই মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে লাশ চাচ্ছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এমএইচ