জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফের মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটকের ১০ ঘণ্টা পর ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১ টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে তিনি বলেন, বুধবার সকালে কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে (১০-১৫) কি.মি. দূরে বঙ্গোপসাগর থেকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মিস্ত্রিপাড়ারায় বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিলো। এগুলোর মধ্যে ৬ টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে আরাকান আর্মির জেলেদের ধরে নিয়ে যায়। এর পরে ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয় আরাকান আর্মির। এর পরে রাত সাড়ে ১০ টায় বাংলাদেশি জেলেদের ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/এমএইচ