জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় জ্বালানি তেলের দোকানে ভয়াবহ আগুনের ঘটনায় দোকানসহ ধান-চাল ও টিসিবির গোডাউন পুড়ে গেছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাত পৌনে ১১টায় উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আজ মামুন হত্যা মামলার রায়
ধোবাউড়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার রাতে জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সাড়ে ১১টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, এই অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের দোকানসহ ধান-চালের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় পাশে থাকা টিসিবির একটি গোডাউনও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।
সান নিউজ/এমএইচ