জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার পুরান বাজার গার্লস হাই স্কুলের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় অভি ও নিলয় নামে দুই ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছে।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।
আরও পড়ুন: পুরোনো সংবিধান ও শাসন রেখে নতুন দেশ গঠন সম্ভব নয়
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে তারা দু’জন মোটরসাইকেল যোগে লোহারপুল এলাকায় আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এরপর তারা দু’জন গুরুতর আহত হয়। এর পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সান নিউজ/এমএইচ