বেনাপোল প্রতিনিধি : যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিউল আলম (৩০) নামে এক সিএন্ডএফ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্য
শনিবার (১ মার্চ ) রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিউল যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার মৃত বাদল বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিমান বন্দরের একজন সিএন্ডএফ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিউল যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজিউল। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সান নিউজ/এমএইচ