মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলায় ইট বোঝাই ট্রলির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আরিফ (২৫) নামে একজন নিহত হয়েছে।
আরও পড়ুন: শাল্লায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
রোববার (২ মার্চ ) দুপুর ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা সড়কের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরিফ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার দামোদরপুর গ্রামে আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা সড়কের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার বাড়ীর সামনে ইট বোঝাই ট্রলি গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ট্রলি গাড়িতে থাকা চালকসহ ৩ জনের মধ্যে চালকের সহকারী ঘটনার স্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিরাজদীখান থানার (ওসি) শাহেদ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,লতব্দী ইউনিয়নের গোডাউন বাজার থেকে ইট নিয়ে ট্রলিটি সিরাজদীখান বাজারের দিকে যাচ্ছিল। ট্রলি গাড়িটি গয়াতলা গ্রামে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী (হেলপার) আরিফ মারা যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার আরিফের মরদেহ উদ্ধার করে। লাশ বর্তমানে থানায় আছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এমএইচ