ভোলা প্রতিনিধি: ভোলায় ব্যাক্তি মালিকানাধিন রেকর্ডীয় জমি বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছে স্থানীয়রা।
আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের
রোববার (২ মার্চ ) দুপুরে ভোলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের স্থানীয় জমির মালিকরা ভেদুরিয়া বান্দের পারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেন।
এসময় তারা দ্রুত সরকারি ইজারা বাতিল করে তদন্ত করে জমির প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার জন্য ভোলা জেলা প্রশাসককের কাছে দাবি জানান।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া- ভেদুরিয়া দু ইউনিয়নের ব্যাক্তি মালিকানাধিন প্রায় ১৩৬ একর জমি বন্ধ জলাশয় দেখিয়ে সরকারি ইজারা দিয়ে আসছে। এতে করে স্থানীয় জমির মালিকরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ইজারাদার নদীত অপরিকল্পিত ভাবে মাটি কাটার ফলে স্থানীয়দের ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। অথচ এটি কোন বন্ধ জলাশয় নয় বলে জানান। এই নদীতে নৌকা চলাচল করে অথচ ইজারাদার নৌকাও চলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। তাই যার যার জমি তারতার নদী হবে সবার।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সাথে উন্মুক্ত জলাশয় কে বদ্ধ জলাশয় ইজারা বাতিল করে প্রকৃিত জমির মালিদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন - শফিকুল ইসলাম,রিয়াজ উদ্দিন,আমিরুল ইসলাম, আব্দুর রহমান,মাওলানা কবীর উদ্দিন, বজলু,জিয়া উদ্দিন, রবিউল সহ আরো অনেকই বক্তব্য রাখেন।
সান নিউজ/এমএইচ