জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শ্রীহাইল গ্রামে ঘোষণা দিয়ে দুটি গ্রুপ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আফজল ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল।এর জেরে দুপক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। ঘটেছে হতাহতের ঘটনাও। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে আফজল গ্রুপ ডালিম গ্রুপের ওপর হামলা চালায়। সংঘর্ষে ডালিম গ্রুপ টিকতে না পেরে পালিয়ে যায়। এ সুযোগে আফজল গ্রুপ ডালিম গ্রুপের অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।
শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়। সেনা সদস্যরাও ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।
সান নিউজ/এএন