জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মহাতীর্থে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে কয়েক লাখ পুণ্যার্থীর আগমন ঘটে।
আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটলে ভিড়ের চাপে তিনজন মারা গেছেন।
নিহতরা হলেন- একজন চট্টগ্রাম জেলার চকরিয়ার বান্টু দাস (৫০), বাকি দু’জন নারী। তাদের বয়স ৫৫ ও ১৮ বছর, পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বুধবার সকাল ১০টা ১১ মিনিট ২৫ সেকেন্ডে শুরু হয়ে তিথি আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত চলে। এ সময় চন্দ্রনাথ ধামে ১০-১২ লাখ পুণ্যার্থীর সমাগম হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম বলেন, মেলাটি সুষ্ঠু করতে সেনাবাহিনী, র্যাব পুলিশ, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা কর্মকর্তারা কমিটির সঙ্গে কাজ করেছেন।
সান নিউজ/এএন