মো. জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ১ দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে শার্শার শিকারপুর সীমান্ত থেকে এ দম্পতিকে আটক করা হয়।
আরও পড়ুন: তরুণদের আত্মত্যাগ উন্নত দেশ তৈরির সুযোগ
আটক দম্পতিরা হলো, খুলনা সদরের শ্যামল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (২২) ও হৃদয় মন্ডলের স্ত্রী ঐশি মন্ডল (১৮)।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মাসুদ রানা জানান, বিজিবির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।#
সান নিউজ/এমএইচ