জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছুটির দিনেও তীব্র যানজট দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে যানজট দেখা দেয়।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের কাঁচপুর ব্রিজের নিচ থেকে সানারপাড় পর্যন্ত তীব্র যানজট। ফলে দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে রয়েছে যাত্রী ও যানবাহনগুলো।
যানজটে আটকেপড়া কয়েকজন চালক বলেন, সকালে হঠাৎ একটি গাড়ি উল্টে সড়ক বন্ধ করে দেয়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, দশতলায় একটি কাভার্ডভ্যান উল্টে এই যানজট লেগেছে। উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে ফেলেছি। এখন যানজট ছুটে যাবে।
সান নিউজ/এমএইচ