এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকায় নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা পোশাকের ভিত্তিতে নিহতকে শনাক্ত করেন।
আরও পড়ুন: চাকরি হারালেন ৬ শিক্ষানবিশ পুলিশ সুপার
নিহত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন।
জানা যায়, গত ২৯ জানুয়ারি বিকেলে মিজান গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ৩০ জানুয়ারি নলছিটি থানায় একটি সাধারন ডায়েরি করা যায়।
ওসি (তদন্ত) আশ্রাফ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ