সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের যত সংস্কার রয়েছে, তা সংসদে হতে হবে। জনগণের মেন্ডেট নিয়ে আগামী নির্বাচনে সংসদে আমাদের ৩১ দফা পাস করার চেষ্টা করবো। অন্যান্য দলের মেন্ডেট থাকলে তারাও তা সংসদে পেশ করবে। তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করবেন না।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন দাবিতে জেলা স্টেডিয়ামে এর আয়োজন করা এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: অতীতের থেকে আমরা এখন বেশি শক্তিশালী
আমীর খসরু বলেন, আনুপাতিক নির্বাচনে কোনো ঐক্যমত নেই। নির্বাচিত সরকার ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। সংস্কারের নামে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। জনগণের মেন্ডেট ছাড়া রাষ্ট্র চালানোর কোনো সুযোগ নেই।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১৬ বছর যুদ্ধ করেছি। যখনই মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তখন দেখছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা। তারা আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে।
জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
সান নিউজ/এমএইচ