জেলা প্রতিনিধি: হবিগঞ্জে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়নি।
আরও পড়ুন: সাংবাদিক মাসুমা আর নেই
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।
নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি প্রাইভেট কার আগুনে জ্বলছে দেখতে পাই। পরে আমরা গাড়ির আগুন নিভিয়ে ফেলি। এ ঘটনায় কেউ আহত হননি। গাড়িটিতে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, জানতে পেরেছি, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ আহত হননি।
সান নিউজ/এএন