সংগৃহীত ছবি
সারাদেশ

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড 

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লা (৩৮) কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

সোমবার ১৭ (ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড: মো. আলমগীর এ রায় ঘোষণা করেন। আসামি রুবেল মোল্লা জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে।

মামলার ঘটনার পর হতে জেল হাজতে আটক ছিল রুবেল। রায়ের সময় আসামিকে আদালতে আনা হলে রায়ের পর পুনরায় তাকে জেলা কারাগারকে প্রেরণ করার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি মো. হাছান ছারওয়াদী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আসামি রুবেল মোল্লা তার মায়ের কাছে রাতের খাবার চায়। তার মায়ের দেওয়া খাবারের সন্তুষ্ট না হওয়ায় আসামি রুবেল হাতের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। এ সময় রুবেলের মা নুরজাহান বেগম পুনরায় তাকে খাবার দিলে আসামি রুবেল ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মা নুরজাহান বেগম (৬৫) এর মাথায় সজোরে আঘাত করে।

আরও পড়ুন: ৩য় ধাপের আখেরি মোনাজাত আজ

এ সময় নুরজাহান বেগম চিৎকার করে ঘর হতে বাহির হয়ে উঠানে পড়ে যায়। পরে নুরজাহান বেগমকে আসামি রুবেল পুনরায় মাথায় আঘাত করে। রুবেলের হাতে থাকা বাঁশের লাঠির আঘাতে নুরজাহান বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন এসে রুবেলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে রুবেলকে থানায় নিয়ে যায়।

ঘটনার পর মৃত নুরজাহান বেগমের সুরাতাহাল রিপোর্টের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নুরজাহান বেগমের অপর ছেলে শ্রীনগর উপজেলার বাগরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে আক্কাস মোল্লা (৫০) বাদী হয়ে শ্রীনগর থানায় ঘটনার পরের দিন মামলা দায়ের করে।

এই ঘটনায় প্রায় সাত বছর পর মামলা আদালতে বিচারাধীনে থাকা অবস্থায় ১৩ জন সাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রুবেলকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন জানান, ২০১৭ সালে শ্রীনগর উপজেলায় রাত সাড়ে নয়টার দিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে নিজের মাকে হত্যার দায়ে মামলার আসামি রুবেল মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ...

কুয়েটে হামলার ঘটনায় যা বললেন: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি খুলনা...

ছাত্রদলকে নিয়ে যা বললেন শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়ত...

এইচএসসি ২০২৫ এর সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ জুন থে...

বিকেলে সংবাদ সম্মেলন করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি কুয়েট...

ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারল...

নিষিদ্ধ সংগঠনের বিশৃঙ্খলার ঠেকাতে তৎপর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে স...

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীব...

২৭তম বিসিএসে ১১৩৭ জনের চাকরি ফেরত

নিজস্ব প্রতিবেদক: ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের...

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছেন রাজধানীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা