মো. জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্টে তল্লাশী এবং বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরও পড়ুন: আমিরাত থেকে দেশের পথে ড. ইউনূস
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল বিওপি ও বেনাপোলের বিভিন্ন সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ভারতীয় গাঁজা, বিদেশি মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট, কম্বল, শাড়ি, চকলেট, যৌন উত্তেজক স্প্রে ও বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য জব্দ করছে। যার মূল্য ৫ লাখ ১৩ হাজার ১৭০ টাকা।
সান নিউজ/এমএইচ