লক্ষ্মীপুর প্রতিনিধি: গাজীপুরে আবুল কাশেম হত্যার প্রতিবাদ ও আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে গায়েবানা জানাযা ও কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আরও পড়ুন: আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সাড়ে ৩ টায় উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে অংশ গ্রহণ করেন লক্ষ্মীপুর জেলার সমন্বয়ক ও ছাত্র জনতা।
এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ,রায়হানসহ আরো অনেকে।
এই সময়ে বক্তারা বলেন, আওয়ামী এখনো গুপ্ত হামলা চালিয়ে দুঃসাহসিকতা দেখাচ্ছে প্রশাসনের ভূমিকা রহস্য জনক।ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সারাদেশে আওয়ামীলীগের সকল খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
এর আগে উত্তর তেমুহনী আফনান চত্বরে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাযা পড়েন তারা।
এছাড়াও বেলা সাড়ে ১১ টার দিকে ঝুমুর (বিজয় চত্বরে) বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ।
সান নিউজ/এমএইচ