জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে এই মামলার প্রধান আসামি।
আরও পড়ুন: অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, স্কুলছাত্র রোমান শেখেকে হত্যার পরে অভিযুক্তরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেয়। তবে সকাল থেকে স্থানীয়দের বাধায় পুলিশ মরদেহ উদ্ধার করতে পারছিল না। পরে দুপুর পৌনে ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মরদেহটি পুকুরের হতে উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিক্ষুব্ধ জনতা নিখোঁজ ওই ছাত্রের সন্ধান চেয়ে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুর চালায়।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধারের পর নিশ্চিত হওয়া গেছে এটা রোমানের মরদেহ। মরদেহটি মর্গে প্রেরণ করা হবে।
আরও পড়ুন: আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন নিখোঁজ রোমান। স্কুলে পড়ালেখার পাশাপাশি অটো চালিয়ে উপার্জন করতো সে। পরে এ ঘটনায় ২৫ জানুয়ারি সিরাজদিখান থানায় জিহাদসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পরিবার। পুলিশ ওই ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করলেও রোমানের হদিস মিলছিল না। ২৩ দিন পরে আজ বৃহস্পতিবার এই মরদেহ উদ্ধার করা হয়।
সান নিউজ/এএন