জেলা প্রতিনিধি: ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫.৪০ মি. থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হাজার হাজার যাত্রী ও যানবাহন ঘাটে আটকে পড়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাই্যায়ান।
আরও পড়ুন: সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা অপসারণ
তিনি বলেন, বুধবার ভোর ৫টার পর থেকে কুয়াশার ঘনত্ব তীব্র আকার ধারণ করলে এই চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় নৌ দুর্ঘটনা এড়াতে ভোর ৫.৪০ মি. থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এখন কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
সান নিউজ/এমএইচ