জেলা প্রতিনিধি: মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: মদপানে ৩ যুবকের মৃত্যু
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে হামলাকারীদের বিরুদ্ধে থানায় ও নৌ কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক দাবি করা এক ভুক্তভোগী।
অভিযোগে জানা গেছে, উপজেলা সোনাইলতলা ইউনিয়নের চামড়া এলাকার বাসিন্দা শেখ নাজিম উদ্দীন শেখ দীর্ঘদিন ধরে তার নিজ ৪৪বিঘা জমিতে চিংড়ি মাছের চাষ করে আসছিলেন। শুক্রবার তার ওই ঘেরের জমিতে ঘেরা-বেড়া দিতে গেলে প্রতিপক্ষ অহিদ সরদারের (৪৭) নেতৃত্বে ২৪/২৫জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের মারধরে শেখ নাজিম উদ্দীন ও তার ঘেরের কর্মচারী আজিজুল শেখ (২৪) গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এএন