জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলায় ঘন কুয়াশায় ৪টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: উত্তরবঙ্গে পেট্রলপাম্পে ধর্মঘট প্রত্যাহার
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি হলেন পিরোজপুরের গেন্ডারিয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. আলী রাজ। তিনি দুর্ঘটনাকবলিত কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চালক ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোপালগঞ্জগামী ও বিপরীতগামী আরও দুইটি গাড়ি সংঘর্ষ হয়। এতে করে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক নিহত হন ও আহত হয় ২০ জন। এ সময় হতহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয় স্থানীয় আরও ৩ যুবক।
এ ঘটনায় মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুমান মোল্লা বলেন, সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হন ২০ জন। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সান নিউজ/এএন