মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিগত স্বৈরশাসকরা যে ভাবে ভোগ বিলাসিতায় লিপ্ত ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিগত, পতিত, স্বৈরশাসকের মতো ভোগ বিলাসে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে বিএপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন: চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা কোটি কোটি টাকার দামের গাড়ি ব্যবহার করছেন। একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা এইভাবে যদি ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়ে তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের যে লক্ষ্য সেটা থেকে সরকার পিছিয়ে পড়বে।
ড. রিপন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। তা না হলে দেশ, একটি গভীর সংকটের মধ্যে পরে যাবে এবং নিরাপত্তাহিনতায় পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা বিএনপির উপদেষ্টা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, যুগ্ম-আহবায়ক শাজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ উল ইসলাম পিন্টু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমএইচ