ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। নিহত তোফাজ্জল হবিরবাড়ী এলাকায় ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন। ৪ আগস্ট উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিলে আওয়ামী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। শহীদ তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
সান নিউজ/এমআর