জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
আরও পড়ুন : ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। তারা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর
শ্রমিকরা বলেন, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ ৩ মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।
বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’
সান নিউজ/এমআর