জেলা প্রতিনিধি: ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিটিসি।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: সাবেক এমপি নাজমীন আটক
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মাহমুদ চৌধুরী বলেন, ‘নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে আছে ফেরি- হাসনাহেনা, গোলাম মাওলা, বাইগার, শাহ পরান ও এনায়েতপুরী এবং রাজবাড়ির দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে ফেরি- কেরামত আলী, কুমিল্লা, মতিউর রহমান, ভাষাশহীদ বরকত, বরকত, গৌরী ও কপোতী।
এদিকে, কুয়াশা কেটে গেলে পুনঃরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান বিআইডব্লিটিসির এই কর্মকর্তা।
সান নিউজ/এমএইচ