জেলা প্রতিনিধি : টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে রমিজ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।
আর পড়ুন : রোজার সেহরি-ইফতারের সূচি প্রকাশ
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমার ময়দানে এখন পর্যন্ত ৪ জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত রমিজ আলীর বাড়ি হবিগঞ্জের রামনগর উপজেলার ৩ নস্বর তেগরিয়া গ্রামে বলে জানা গেছে।
আর পড়ুন : ঘন কুয়াশায় ৬ গাড়ি সংঘর্ষে আহত ২৫
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইসকান্দার বলেন, রাতে ইয়াকুব আলী ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে অন্য মুসল্লিরা তাকে অ্যাম্বুলেন্সযোগে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এ মুসল্লির খিত্তা নম্বর-৪৮।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ইয়াকুব আলী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয় ইজতেমার ময়দানে। তিনি হবিগঞ্জ জেলার মৃত নয়াবুল্লার ছেলে।
সান নিউজ/এমআর