জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: আজও রাজধানীর বায়ু অস্বাস্থ্যকর
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ঘন কুয়াশার কারণে রাত ১০টা থেকে এ ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো। এরপপর রাত ১২টায় কুয়াশা তীব্র আকার ধারণ করলে এই চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এই অবস্থায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর পরে আজ সকাল ১১টায় কুয়াশা কমে যাওয়ার পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই পথে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি চলাচল করছে।
সান নিউজ/এমএইচ