সারাদেশ

খুলনায় বিশ্বমানের ই-পাসপোর্ট পাওয়া যাবে ৭২ ঘন্টায়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এখন থেকে শুধু ই পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে। রোববার (৪ অক্টোবর) থেকে বন্ধ হয়ে গেছে মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন গ্রহণ।

www.epassport.gov.bd এ ওয়েব সাইটে প্রবেশ করে একজন গ্রাহক ঘরে বসে কোন রকম ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন। ই-পাসপোর্টে আবেদনকারী নিজেই আবেদন ফরম পূরণ এবং সাবমিট করবেন ফলে এ পদ্ধতিতে আবেদনপত্র ভুল হওয়ার শঙ্কা থাকবে না । আবেদনকারী নির্ধারিত পাঁচটি ব্যাংক যেমন ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক এবং সোনালী ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। এ ছাড়াও ঘরে বসে মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এটি ছবি প্রদান ও সত্যয়নের ঝামেলামুক্ত, মোবাইল এসএমএস এবং অনলাইন ট্রাকিং সুবিধা রয়েছে। ই-পাসপোর্ট বহুসংখ্যক সিকিউরিটি ফিচার সম্বলিত একটি বিশ^মানের পাসপোর্ট ৭২ ঘন্টার মধ্যে পাওয়া সম্ভব। তবে ইতিমধ্যে যারা এমআরপির জন্য আবেদন গ্রহণ করেছেন তারা নির্ধারিত সময়ে পাসপোর্ট হাতে পাবেন। বর্তমানে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে তারা সেই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন পরবর্তীতে মেয়াদ শেষ হলে নবায়নের সময় তাদের ই পাসপোর্ট প্রদান করা হবে।

বিশ^মানের ই-পাসপোর্ট এর আবেদন ফি সর্বনিম্ন ৪ হাজার ২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৮শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ই-পাসপোর্ট হবে দুই ধরণের। ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্টের মেয়াদ ৫ বছর এবং ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টের মেয়াদ ১০ বছর। তবে ১৮ বছরের নিচের এবং ৬৫ বছরের ঊর্ধ্বে আবেদনকারীরা ৫ বছর মেয়াদের ই-পাসপোর্ট পাবেন।

সোমবার (০৫ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ই-পাসপোর্ট বিষয়ে খুলনার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে খুলনা জেলা প্রশাসন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় জুম অ্যাপে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-পাসপোর্ট নতুন মাত্রা যুক্ত করবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে ই-পাসপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে গ্রাহকরা খুব সহজেই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম খান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। এছাড়া অনলাইনে জুমে অ্যাপে যুক্ত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে হামলা, আহত ৪

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়...

মুন্সীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত...

ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক সভা

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক...

ভালুকায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্...

ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোল...

রোববার বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চে...

সুবর্ণা মুস্তাফাকে আটকে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তা...

ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোল...

রাজধানীতে যাত্রীবাহী বাস খালে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনশ্রীতে আলিফ নামে একটি বাস উল্ট...

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা