মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার।
আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ ভাইয়ের
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেরটার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বৈখর শিকদার বাড়িতে হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদশা সিকদার, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি হোসনে আরা ঝুমুর, সদর মহিলা দলের সভাপতি আফিয়া খাতুন, পৌর মহিলা দলের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম সুমা, পৌর ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. মাসুদ সিকদার সহ মুন্সীগঞ্জ জেলা, সদর ও পৌর মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর