ভোলা প্রতিনিধি : ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা
শনিবার (২৫ জানুয়ারি) উকিলপাড়া এলাকায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ তারেক রহমানের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে এই কম্বল প্রদান করা হয়। এছাড়াও শহরের ছিন্ন মূল মানুষের মাঝে এই কম্বল তুলে দেন তরিকুল ইসলাম কায়েদ।
এদিকে নতুন কম্বল পেয়ে অনেক শীত কাতর মানুষ আনন্দ প্রকাশ করেন।
আরও পড়ুন : মুন্সীগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
এসময় তরিকুল ইসলাম কায়েদ বলেন, শীত, দুর্যোগ ও দুঃসময়ে আমরা এই উপকূলের অসহায় দুস্থ মানুষদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছি। প্রতিটি কল্যাণমূলক কাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজর রয়েছে। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। তিনি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সান নিউজ/এমআর