মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : ভালুকায় আমের মুকুলে মৌ মৌ গন্ধে মুখরিত চারদিক
শনিবার (২৫ জানুয়ারি) সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ হাবিবুল আলম ।
প্রবাসীদের অর্থায়নে ও পাকদী নবীন যুব সংঘের প্রধান উপদেষ্টা সাইদুল হক ফরাজীর সহযোগিতায় পাকদী নবীন যুব সংঘের সভাপতি সাব্বির হক ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ইকবাল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পলিশ সুপার চাতক চাকমা, মাদারীপুরের জেলা শিক্ষা অফিসার মো: হাবিব উল্লাহ খান প্রমুখ।
আরও পড়ুন : বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
অনুষ্ঠানে মাদারীপুরের দেড় শতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে (খাতা, কলম, ক্রেস্ট, ঘড়ি, ক্যালকুলেটর, স্কুল ব্যাগ) বিতরণ করা হয়।
সান নিউজ/এমআর