জেলা প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ঘন কুয়াশার কারণে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : গোপালগঞ্জে পাউবোর উচ্ছেদ অভিযান
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত উপজেলার পৃথক ৩ স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।
জানা গেছে, ভোর ৪টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন। মহাসড়কের নয়াবাজার নামকস্থানে ভোর ৬টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আকন্দ নামে একজন নিহত হয়েছেন। অপরদিকে সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ৭ যাত্রী আহত হন। মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষে নিহত শাহিন আকন্দ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে। আর নিহত অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন : বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, উভয় স্থানের নিহত ব্যক্তির মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও এর চালককে আটক করতে পারেনি। এরপর সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ৭ যাত্রী আহত হন।
ওসি ইসমাইল আরও জানান, মহাসড়কটি চলনবিলের ওপর হওয়াতে ফাঁকা জায়গাগুলোতে ব্যাপক কুয়াশা পড়ে। কুয়াশার কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সান নিউজ/এমআর