জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় গোপালগঞ্জ জেলার সাধুহাটী ও রামদিয়া বাজার সংলগ্ন বিভিন্ন জায়গায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচানলা করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অভিযানের সময় পাঁকা, আধাপাঁকা ও সেমিপাঁকাসহ ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানে গোপালগঞ্জ পানি উন্নয়ন বিভাগের প্রায় ৩ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন কাশিয়ানি পাওবো'র উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী, রামদিয়ার রাজস্ব কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীগণ।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান করা হয়েছে। এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আজকের এ অভিযান অবৈধ দখলদারদের জন্য একটি বার্তা।
সান নিউজ/এমআর