কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আরও পড়ুন : ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত ১২
শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শতাধিক অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন।
আরও পড়ুন : পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জজেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, সদর উপজেলা শাখার সভাপতি ইয়াসিন মিয়া, মারিয়া ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম, মারিয়া ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা লিয়াকত আলী, আতিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।
সান নিউজ/এমআর