মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির ১১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে এ কমিটির অনুমোদন করেন চেয়ারম্যান জিএম কাদের। প্রায় দুই বছর আগে বিলুপ্তির পর জেলায় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়াতে নেতাকর্মীদের মাঝে আনন্দ ফিরে এলো।
আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ কলেজছাত্রের
বুধবার বিকেলে জাপার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনকে আহ্বায়ক ও এএফএম আরিফুজ্জামান দিদারকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও আহ্বায়ক কমিটিতে নাট্যাভিনেতা রফিকউল্লাহ সেলিম, আলহাজ্ব আব্দুল বাতেন, জানে আলম হাওলাদার, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান সেলিমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।
আরও পড়ুন : নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা
কমিটির অনুমোদন পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেলা জাপার নবনির্বাচিত সদস্য সচিব এএফএম আরিফুজ্জামান দিদার। তিনি বলেন, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দীর্ঘদিনের নড়বড়ে অবস্থা থেকে নতুন উদ্যমে এগিয়ে যাবে মুন্সীগঞ্জের জাতীয় পার্টি। একই সঙ্গে দল আরও সুসংগঠিত হবে। রাজনৈতিক গতি ফিরে আসবে।
সান নিউজ/এমআর