লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বালুবাহী ড্রামট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ও এক যাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
আরও পড়ুন : মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার আম্বর ফিশারিজের সামনে কালি চর রাস্তার মাথা সংলগ্ন মজু চৌধুরীর হাট রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টুমচর ইউনিয়নের কালিচর গ্রামের জগত বাড়ির আনোয়ার হোসেন ও স্থানীয় কৃষি সেচ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুরাদ হোসেন। গুরুতর আহত যাত্রী আজাদ টুমচরের সিরাজ মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন : মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ১
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা ভোলা মজু চৌধুরীর হাট আঞ্চলিক মহাসড়কে উঠার সময় মজু চৌধুরীর হাট থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালে দুইজন মারা যায়। রিকশাচালক ও অন্য এক যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রামট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাস্থলে ২ জন মারা গেছে। লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমআর