বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩ লাখ টাকার ভারতীয় কম্বল, শাড়ি, ওষুধ, বিদেশি মদ ও অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি। এ সময় কোন আসামিকে আটক করতে পারিনি তারা।
আরও পড়ুন : শার্শায় ধর্ষণচেষ্টার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা
শনিবার সকালে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল চেকপোস্ট আইসিপি এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পন্য ও মাদক আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
সান নিউজ/এমআর