জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩
শনিবার (১৮ জানুয়ারি) সকাল দিকে এই ঘটনা ঘটে।
ফসলি জমি ও আম গাছ কাটার অভিযোগে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়। অন্যদিকে ভারতীয় অংশে ফসল কেটে নেওয়ার অভিযোগ করে ভারতীয়রা সীমান্তে জড়ো হয়। এ ঘটনায় তিন-চার জন বাংলাদেশি আহত হয়েছেন। এ ছাড়াও ভারতীয় অংশ থেকে টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : শরীয়তপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্থানীয়রা জানায়, সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের ফসলি জমি বিনষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ভারতীয়রা বাংলাদেশের অংশে আম ও ফসলি জমি বিনষ্ট করে, এতে ক্ষিপ্ত হয়ে সীমান্ত এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন বিজিবি সদস্যরা। ঘটনার বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানানো হবে।
সান নিউজ/এমআর